প্রচণ্ড অভিঘাতে পাহাড় থেকে সৃষ্ট
নুড়িপাথর আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়েও
গড়িয়ে চলে দুর্বার জলস্রোতের মধ্যে এগিয়ে
যায় ; একস্থানে দাঁড়িয়ে থাকতে পারে না
যদি কখনো কোথায়ও বাধাপ্রাপ্ত হয়ে
স্থবির থাকে সাময়িক তবুও প্রতিরোধ ক্ষমতা থাকে না ; জলেই মুছে যায় তাদের দুঃখ
তাদের কোন উচ্চাশাভিক্ষা থাকতে পারে না
তাদের কোন স্বপ্ন থাকে না
এইভাবে গড়িয়ে যেতে যেতে
তারা একদিন সমুদ্রের অতল তলে হারিয়ে যাবে ।