সজনের পলকা ডাল ধরে উপরে চেয়েছিলে উঠতে
ভাবনি পরিণামের কথা
অকালে ভাসমান হালকা মেঘ দেখে
ভেবেছিলে বৃষ্টিতে ভিজবে ,
জোনাকিরা আলো কখনো তারকার দ্যুতি দেয়না
সব মেঘের গর্জনে যেমন নামেনা বৃষ্টি ;
আজ তোমার অবস্থা দেখে
কুলুকুলু শব্দে বওয়া নদীও স্তব্ধ হয়ে যায়
হাওয়ায় নেই পরিমলের ঘ্রাণ
গুমোট পরিবেশ বিরাজমান ।
জীবন এখনো হয়নি শুষ্ক পুষ্প
আবার প্রাণবন্ত হতে পারে জলসিঞ্চনে
এবারে কোন শালপ্রাংশু অবলম্বনে
আবার বাঁচার চেষ্টা কর।