তোমার মনে দুঃখ হলে
কিংবা কভু ব্যথা পেলে
বলতে পার নির্দ্বিধায় ।
গুমরে থেকে একা একা
সুখের কি আর মেলে দেখা
শেয়ার করে হালকা হওয়া যায় ।
আমি তোমার পাশে আছি
বসবে না যে কোন মাছি
থাকবে তুমি অনেক সুবিধায় ।
তোমার বুকের উথলে ওঠা কান্না
চাইনা আমি আসুক ফিরে আর না ।
নিঃসঙ্গতা তোমায় আবার না পায় ।