ঐতিহাসিক ইমারত করে ধ্বংস
গর্ব করে চাটুকার দালালের বংশ
যারাই ছিল নির্লজ্জ দু'কান কাটা
স্বাধীনতা বিরোধী শাসকের পাচাটা ;
জাতির পিতার হত্যায় ছিল উস্কানি
যদু মধু তুমি আমি সবাই সেটা জানি ।
স্বদেশে সংখ্যালঘুদের হলে অত্যাচার
তাদের মুখে কুলুপ আঁটা নির্বিকার
তখন তারা ছিল নির্বাক চলচ্চিত্র
পাশের দেশে এমন হলে সবাক চিত্র ।