ওরা যখন একটা মেয়েকে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়
আমি কিছু বলিনি , পাশ কাটিয়ে চলে গিয়েছি
ওরা যখন এক বয়স্ক লোককে প্রকাশ্যে অপদস্থ করে
আমি গা বাঁচিয়ে চলে গিয়েছি
ওরা যখন সমুদ্র সৈকতে বসে উন্মত্ত হয়ে
বেলেল্লাপনা করে
আমি চুপচাপ স্থানত্যাগ করেছি
ওরা যখন সংখ্যালঘুর ধর্মস্থান আক্রমণ করে
আমি দরজা বন্ধ করে রেখেছি
ওরা যখন মাঝরাতে তারস্বরে লাউডস্পিকারে
গান বাজায় আমি প্রতিবাদ করিনি ।
সবকিছুই আমি দেখেও না দেখার ভান করেছি
সবকিছু আমি বুঝেও না বোঝার ভান করেছি
মিনতি উপেক্ষা করে আমি পাশ কাটিয়েছি
আজ যখন ওরা আমাকেই টার্গেট করে
তখন কেউ পাশে থাকেনি , বোবা হয়ে গেছি ।