দেখেই তোমার আছে কেতা
বুঝেছি তুমিই বড় নেতা
ঠাটে আছো বাটে আছো
স্বার্থ থাকলে তুমি নাচো ।
নামী গাড়ি দামি বাড়ি
টাকা নিয়ে কাড়াকাড়ি
চামচা থাকে তোমার পাশে
প্রসাদ পেতে ভালোবাসে ।
চামচ হাতা কিছুই নহি
আমার মতো আমি রহি
নিজের কাজে সদা ব্যস্ত
সকাল থেকে সূর্য অস্ত ।