"আমার সন্তান যেন থাকে দুধেভাতে"
বলার মতো নেই বেঁচে আজ ঈশ্বরী পাটনী
বর্তমানে চাহে বাবা আমার ছেলে যেন
সদা থাকে শাঁসে জলে  
অল্প সুখে শান্তি না খোঁজে
আঙ্গুল ফুলে কলাগাছ যেন হয় স্বল্প মেহনতে ।
এক পুরুষের উপার্জনে যেন বসে খেতে পারে
ভবিষ্যতের চৌদ্দ পুরুষ
বাড়ি গাড়ি সম্পত্তি কালো টাকা
জমে যেন পাহাড়ও  
তাতে যেন চোখ না পড়ে কাহারো ।