দুবার ডাকি মা মা যেই
মামা ছুটে আসে সেই
আমার যিনি কাকা তোমার তিনি চাচাই
বাবা হেঁকে বলে চা চাই
জোরে যদি দুবার বলি না না
খুশিমনে কোলে তোলে নানা
মা খুশিতে ডগমগ পেয়ে নিজের বাবা
নানা বলে দাদুভাইয়ের গলার জোর বাঃ বাঃ
ওর জন্য এনেছি গাছের পাকা পাকা করমচা
বললো মায়ে তবে তোমায় এনে দিই গরম চা
নানা নাতী গল্প করে পেতে নতুন চাটাই
নানা বলে তুমি খাবে বিস্কুট আমি খাবো চা টাই।