নহুষ ছিলেন চন্দ্রবংশের রাজা
তাঁর রাজত্বে সুখেই ছিল প্রজা
শ্বারভানু ও আয়ুর তিনি সন্তান
নৃপ রূপে করেন প্রজা-ঐকতান ।
বিরজা ছিলেন নহুষের স্ত্রী শ্রেষ্ঠ
ছয় সন্তানের মাতা , যাতি জ্যেষ্ঠ ;
তপস্যারত যাতি ঋষি খ্যাতিমান
চারিদিকে ছিল তার অতি সম্মান ।
নহুষ দেখিলেন এক পরমাসুন্দরী
নামেও ছিলেন যে অশোকাসুন্দরী
প্রস্তাবে রাজি তাই দুজনের পরিণয়
দ্বিতীয় স্ত্রীর গর্ভে শত এক সন্তান হয়
জ্যেষ্ঠটি পুত্র পিতৃযোগ্য গুণে যযাতি
শত কন্যা আয়াতি কৃতি সাম্যতি ব্যাতি ।