( কুরআনের আল বালাদ সুরা অবলম্বনে )
( শুরু আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও মেহেরবান )
আমি শপথ করি এই নগরীর
(হে নবি) এই নগর অবশ্যই নিরাপদ
আর শপথ সেই পিতার যার ঔরসে তুমি জাত ;
আমি যন্ত্রণা , পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি মানুষের
সে কি ভাবে তার উপরে নেই ক্ষমতা কারো
সে ভাবে ধনসম্পদ উড়িয়েছে যে দেদারও
সে কি ভাবে তাকে দেখেনি কেউ কভু কখনো
আমি কি দিইনি তার দুটি নয়নও
দিইনি তাকে জিহ্বা ও অধর ওষ্ঠ
তাকে কি দেখাইনি দুটি পথ সুস্পষ্ট
তথাপি সে অতিক্রম করেনি দুরূহ গিরিপথ
জানা আছে কি সেই দুর্গম পথ ?
কোন ক্রীতদাস করা মুক্ত অথবা দুর্ভিক্ষের দিন
নিকটবর্তী অনাথ যারা
অথবা গরিব আত্মীয় , খেতে পায় না যারা
যারা এনেছে ইমান সদুপদেশ করে দান
আর ধৈর্যধারণ
তারা তো দক্ষিণপন্থী
এবং যারা অস্বীকার করে তারাই বামপন্থী
যাদের গ্রাস করবে অগ্নি ।
( এই বালাদ অর্থাৎ নগর সুরা সেই সময়ে অবতীর্ন যখন মক্কাবাসীরা নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অতিষ্ঠ করে তাঁর উপর নানারকম নির্যাতন করতো । এই সুরায় তাঁকে আশ্বস্ত করা হয় )