পদ্মানদী উথালপাতাল
জোয়ার আসে বুকে
ভাগীরথীর দুকূল ভাসে
মন যে আছে সুখে ।
ভাঙ্গে ভাঙ্গুক মাথাভাঙ্গার
দামি মাথাখানি
মধুমতিও দুঃখ সবার
বোঝে আমি জানি ।
ইছামতি কর্ণফুলি
ওদের সাথে উতাল
আড়িয়াল খাঁও দেখি
ওদের মতো মাতাল ।
কুমার ভৈরব মেঘনা নদী
এবং ধলেশ্বরী
সুরমা ও কুশিয়ারা
কাঁদে , জানে ঈশ্বরী ।
নদীর জোয়ার জনজোয়ার
বলছে গদি ছাড়ুক
নেত্রীবিহীন দেশটা এখন
অনেক আগে বাড়ুক ।