ওদের তাড়া খেয়ে তুমি ছুটতে ছুটতে
হাঁফাতে হাঁফাতে আমার দরজায় এসে
কলিং বেল দিলে , পরনে তোমার শাড়ি ছিল না ,
শায়া ও ব্লাউজ পরা , কপালে সিঁদুর ;
দরজা খুললেও আমি তোমাকে আশ্রয় দিতে সাহস করিনি ,
ওরা পিছনেই ছিল
চোখের সামনেই তোমাকে টেনে নিয়ে গেল
একজন শুধু বলে গেল : বেঁচে গেলেন মাষ্টারমশাই
আমি ভীরু প্রকৃতির মানুষ
সাহস নেই প্রতিরোধ করার , ক্ষমতাও নেই
এখন শহর বাইকবাহিনী , পাতিমস্তানের দখলে
তাদের দাপটে মেয়েরা কেন পুরুষেরাও নাচার ।