আমি ইহাতেও আছি , উহাতেও আছি
কোন্ দিকে আমার অবস্থান কেউ বোঝে না
লড়াই বাধাতেও পারি
আবার সালিশিতেও থাকি
মসজিদে যাই নিয়মিত , কলেমা পড়ি রোজ
নামাজ আমার হয় না কাজা
মিলাদ হলে মোটা অঙ্কের চাঁদা দিই
ক্লাবে যাই না কভু তবু চলে কথামতো
জলসার পরিচালনা করি আড়ালে
আবার মদের ঠেকে টাকাও জোগাই
প্রতিবেশীর উন্নতিতে আমি সামনে বাহবা দিই
পশ্চাতে তার বিরুদ্ধে পাড়াকে ক্ষেপিয়ে তুলি
এক ডাকে সবাই চেনে , জনপ্রিয় আমি
তওবা চেয়ে আল্লাহর কাছে
প্রতি রাতে কাঁদি
তারপরেও পাতি আমি হাজার রকম ফাঁদ ।
শারজাহ
১২/১১/২০২৩