( মহম্মদ রফি স্মরণে )
          
কিমাশ্চর্যম !
দিলীপ কুমার এক কিংবদন্তি
উত্তর-ঔপনিবেশিক যুগের জনপ্রিয় মুখ
জনগণমন-অধিনায়ক --- হবে না অতিকথন !
আর মহম্মদ রফি তো ভয়েস অব দ্য নেশান
আওয়াজ কী আওয়াজ
সোনায় সোহাগা একেবারে
প্লেব্যক সিঙ্গিংয়ের ওস্তাদ , বেতাজ বাদশাহ
কোন গানে তাঁর বারুদ দিয়েছেন সাহির লুধিয়ানভি
পাকিয়েছেন সলতে শচীন দেব বর্মন
বিস্ফোরণের জন্য খোঁজ রফি সাহেবের ।
তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা
এন দত্তের সুরে সাহিরের লেখা
যখন ভেসে ওঠে রফির কন্ঠে
আপামর জনতা এদেশের মিলিয়েছে গলা ।
ইয়ে মেহেলো ইয়ে তখতো ইয়ে তাজো কী দুনিয়া
শচীন যখন সুরকার সাহির যখন গীতিকার
রফিজি দেরি করেননি আগুন ধরাতে
দুনিয়া ভেসে যায় উদার গম্ভীর স্বরে ।
পানের দোকান , চায়ের দোকান
বেছে নেয় রফি সাহেবের রেকর্ড
প্রেমসঙ্গীত মানেই তো তিনি
দেশভক্তি মানেই তো তিনি
শ বার জনম লেঙ্গে
দিওয়ানা হুয়া বাদল
কিংবা খোয়া খোয়া চাঁদ খুলা আসমা
পাশাপাশি তিনি জানেন জমাতে আসর
চাককে পে চাক্কা , পর্দা হ্যাঁয় পর্দা
চাহে কোই  মুঝে জংলি কহেঁ
জনতা দেয় করতালিতে ভাসিয়ে ।