রাজা প্রজা শত্রু মিত্র
মশার ভয়ে মরে
আছে কোন্ বীরপুরুষ যে
মশাকে ভয় না করে ।
ভোরে মশা , রাতে মশা
কোথাও দিনের বেলা
কানের কাছে গুনগুনিয়ে
হুল ফোটানোর খেলা ।
নাগাল পাবে না হাত যেখানে
সেখানেই মশা বসে
এক নিমেষে কামড় দিয়ে
রক্ত খাবে কষে ।
শত্রুর সাথে যুদ্ধ করে
(অথচ) মশার কাছে জব্দ
ঢুকে পড়ে মশারিতে
করে না টুঁ শব্দ ।
জ্বালা ধরে ফুলে ওঠে
এমন রক্ত খায়
ছোট বড় , মন্ত্রী নেতা
মশাকে ভয় পায় ।