ওরা তোমার প্রয়োজন ছিল না
তুমি ছিলে ওদের প্রয়োজন
নির্দ্বিধায় তুমি তাদের পাশে দাঁড়িয়েছ
সাহায্যের হাত বাড়িয়েছ
আজ তারাই তোমার একান্ত প্রয়োজনে
অজুহাত দেখিয়ে সরে পড়েছে
কেউ এই বিপদে পাশে নেই
অথচ তোমার নুন আনতে পান্তা ফুরায় পরিবারে
তুমি তোমার গহনা বন্ধক রেখেও
টাকা ধার দিয়েছ
সেসব টাকা আজ অবধি শোধ তো করেইনি
বরং মৌখিক আশ্বাসটুকুও ওরা দেয়নি
তোমাকে একা লড়াই চালাতে হচ্ছে
এই বিপদ থেকে বাঁচার জন্য ।
আসলে মানুষ চেনা অত সহজ নয়
মিষ্টি হাসি , কাতর অনুরোধে তুমি ভুলতে পার
ওরা কিন্তু গ্রাহ্যও করেনা
মানুষের মাথায় যত চুল
ততটাই তাদের মনের ফন্দি
বহিরাবরণ দেখে কাউকে চেনা যায় না
যেমন যায় না মলাট দেখে বইবিচার ।