( আল কুরআনের আল ক্করিয়াহ সুরা অবলম্বনে )
মহা সেই সংকট
আগ্রহী শুনতে মহাসংকট হবে কী ভাবে
কীভাবেই বা বুঝবে সেই চরম সংকট পাবে
সেইদিন যেদিন মানুষজন পতঙ্গের মতো বিক্ষিপ্ত
আর পর্বতরাজি ধুনিত পশমের মতো উৎক্ষিপ্ত
অতঃপর যার সৎকর্মের পাল্লা হবে ভারি
সুখময় জীবন হবে তারই
আর যার পাল্লায় অপকর্ম অধিক
হাবিয়া নরকে ভোগান্তি ততোধিক
কী সেই হাবিয়া
তৈরি জ্বলন্ত আগুন দিয়া ।