ওই যে দূরে
মাত্র চারশো কিলোমিটার দূরে
একটা বিন্দু , নীল বিন্দু দেখা যায়
ওটাই আমাদের পৃথিবী
ওখানেই বাস করে কোটি কোটি মানুষ
তাও মাত্র চার ভাগের এক ভাগ স্থানে
সাধু , চোর , নায়ক , খলনায়ক , অভিনেতা
রাজনীতিক , পাইরেট , ধুরন্ধর রাষ্ট্রনায়ক ,
দাপুটে নেতা , পাতিনেতা , প্রেমিকপ্রেমিকা ,
ঝগড়াটে দম্পতি , অধবা , সধবা , বিধবা
ওই এতটুকু বিন্দুতে স্বপ্ন দেখে !
হাইড্রোজেন বোম , এটম বোম , ক্ষেপণাস্ত্র
সবটাই ব্যবহার করে অথচ ভাবে না
তাদের কোথায় কতক্ষণ অস্তিত্ব !
মহাবিশ্বের আরেকটু দূরে গেলে তো
ওই বিন্দুবৎ পৃথিবী চোখে পড়বে না
এরই জন্য এত পাঁয়তারা কষা
তাদের পূর্বপুরুষের হাড় বিলীন হয়ে গেছে
তাদেরও যাবে দুদিন পরে
তবে কিসে আসে এত দম্ভ এত আস্ফালন
ইতিহাস সাক্ষ্য দেয় একনায়কতন্ত্র শাসক
হয়েছে দেশ থেকে বিতাড়িত
ফকির হয়েছে আমির
আজকের আমির কালকে হয় ফকির
মানচিত্র মুছে যায় , নদী শুকিয়ে যায়
তবু মানুষের স্বভাবের পরিবর্তন হয় না ।