ঐশ্বর্য আর ধনগর্বে মদমত্ত গুটিকয়েক দেশ
যাদের নির্ভরতা বিদেশি প্রযুক্তিবিদ্যায়
বিদেশি কারিগর আর ভাস্কর
নিজেদের ব্রেনাংক হিমাঙ্কের নিচে
তারা সোনা , তরল সোনার প্রাচুর্যে
বিলাসব্যসনে কাটায় জীবন
পোষা সিংহ বাঘ নিয়ে সমুদ সৈকতে ঘুরে বেড়ায়
ওপরের দেশে নির্মিত সবচেয়ে দামি দামি গাড়িতে
আর অনুন্নত দেশের গরিবগুর্বোকে
বাড়ির পরিচারিকা ও খানসামা রেখে
যৎসামান্য অর্থের বিনিময়ে
তাদের শরীর নিঙড়ে
অমানবিকভাবে খাটায়
বরং তাদের চেয়ে বিড়ালের যত্ন করে বেশি
নিজেদের সাত খুন মাফ
আর পান থেকে চুন খসলেই
যত অপরাধ কর্মচারীদের ।
(নিজওয়া , ওমান , ১৮-১১-২০২৩)