আমার বেলা একটুখানি
ভাইয়ের পাতে এতো
মেয়ে বলে এই অবিচার
করবে তুমি কত ?
কতদিন যে বলছি আমি
নতুন পুতুল চাই
কোনকিছু চাইলে তখন
বল টাকা নাই ।
মাংস বেশি চাইলে বল
যা দিয়েছি খা
নইলে এখন খাওয়া ফেলে
যেথায় খুশি যা ।
কাজের বেলায় আমি আছি
কেমন তোমার বিচার
মেয়ে হলে জন্ম নিলে
এমন অনাচার ।