জন্ম নিলাম মেয়ে হয়ে
কোথায় আমার বাড়ি
পরিধানে কত রকম
ফ্রক ইজের ও শাড়ি ।
ছোটবেলায় বাপের ঘরে
বড় হয়ে শ্বশুর স্বামী
কিন্তু কোথায় নিজের খুঁজি
ভেসে চলি আমি ।
স্বামী মরার পরে আবার
সেটাই ছেলের ঘর
আমি হলাম ভীষণ বোঝা
জীবনপুরের চর ।
বাবার ঘরে যাবো আমি
উপায় সে তো নাই
বাবা তখন স্বর্গপুরী
দুই দাদাদের ঠাঁই ।