মেঠোপাড়ার ডাক্তার
              জামাল ভড়

মেঠোপাড়ায় বসে এক ডাক্তার কোয়াকে
ঘর ছাপিয়ে রুগী থাকে অপেক্ষায় রোয়াকে ।
চশমাটা নাকে তার আছে খুব নামডাক তার
মাঝেমাঝে রুগীদের বাড়ি যেতে ডাক তার
নাড়ি টিপে বুকে ধরে ঠিক থেতোস্কোপখানা
গম্ভীর মুখে বলে কিছু আছে খেতে  মানা ।
ফিজ বলে কিছু নেই শুধু ওষুধের ফিরিস্তি
দাম দিতে রুগী করে কয়েকটাবার কিস্তি ।
ডাক্তারের ভালো নাম না জেনে বলে লাইট
তিনি নাকি চিকিৎসাটি করে থাকেন রাইট ।