লড়তে জানে
বাপের ব্যাটা
টগবগিয়ে
ছুটছে তারা
ছুটছে যেন
চেঙ্গিস খানের ঘোড়া ।
মায়ের বুকের
দুধ খেয়ে সব
মস্ত তেজিয়ান
লড়তে জানে
মায়ের রোখা
জেদি সন্তান ।
থোড়াই কেয়ার
নিজের প্রাণে
বুক চিতিয়ে
রুখবে তারা
লক্ষ্য মায়ের মান  ।
লক্ষ লোকের
দৃপ্ত শপথ
লড়ছে তারা
উদ্দীপনায়
আকাশ বাতাস
আলোড়িত
শাসক হৃদয়
প্রকম্পিত ।
বলছে ওরা
রাজাকার
বলছে এরা
দেশটা বুঝি
বাপের মুলুক ।
প্রতিবাদের
প্রতিরোধের
উপায় জানে
সোনার বাংলা
মায়ের টানে ।