সবার যখন খুশির মেজাজ
আমার মনটা ভারি
এত বছর হলেও কি আর
মাকে ভুলতে পারি ।
মায়ের ছবি মনের মাঝে
মায়ের ছায়া কায়া
কেউ করেনি মায়ের মতো
আমায় তো আর মায়া ।
সবার ভালোবাসায় থাকে
স্বার্থসিদ্ধির গন্ধ
মায়ের বেলায় এসব কোন
থাকে না আর ধন্ধ ।
মা গো তুমি থাকতে পেতাম
মেঘের মতো ছায়া
আমাকে ঘিরে আছে শুধু
দেখি তোমার কায়া ।
মায়া মায়া ছায়া কায়া
মায়ের মতো কার
হারালে তো মাকে যদি
পাবে না তো আর ।