দেশে এখন দুর্যোগের ঘনঘটা
মায়েদের বুকে হাহাকার
জ্বলজ্যান্ত দামাল ছেলেটার নিথর দেহ ঘিরে
কুকুরের উল্লাস ; রুদ্র প্রলয়ঙ্ককরী তাণ্ডবে
দেশটাই ছারখার । তবুও যারা বেঁচে ফিরে আসে
মঙ্গোলীয় ঈগলের তীক্ষ্ণধার রুক্ষ পদে
কখন ছোঁ মেরে তুলে নিয়ে যায়
বাঁকা চঞ্চুতে করে ছিন্নভিন্ন ;
ভাগাড়ে শকুনের মায়াকান্না ।