আমি তোমাদের আশ্রয় দিয়েছি
আমার বুকেই তোমরা আছো
হেঁটেচলে বেড়াও , আস্তানা গড়
তোমাদের সুবিধার জন্য আমি দিয়েছি
আমার শরীরে ধাতব রাস্তা করতে
তোমাদের শেষ আশ্রয় আমার পেটে
তবু তোমাদের এত অহংকার
সবাই আমার সন্তান ! তোমরা কোন সাহসে
গণকবর দাও আমার সন্তানদের
চিতার ছাই সেও তো আমার চোখে মুখে !
তোমাদের এত ধৃষ্টতা কেন
কালো পোশাকের নারীরা কাঁদে শোকাহত হয়ে
তাদের মৃত আপনজনের জন্য ।
তোমরা ভালবাসতে শেখনি
তোমরা সহমর্মিতা জাননা
কোথায়ও গির্জায় চলে গুলি
কোথায়ও মসজিদে নামাজিরা বুলেটবিদ্ধ
মন্দির ভেঙে গুঁড়িয়ে দাও
তোমরা মানুষ হয়েও মানবতা নেই
ফিলিস্তিনি শিশুর মৃতদেহ বুকে জড়িয়ে হাহাকার ।
অথচ তোমাদের কোন অভাব রাখিনা
কত ফুল ফল বৃক্ষলতা আমার
কত অমৃত আমার অভ্যন্তরে
তোমরা উজাড় করে দাও নিজেদের প্রয়োজনে
আমি কিছুই বলি না , চুপচাপ থাকি
তোমাদের শিক্ষার জন্য মাঝেমধ্যে
ক্রুদ্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করি
তোমরা সেসব বুঝেও বোঝ না
কিন্তু জেনে রাখো তোমাদের শেষ আশ্রয়
আমার পেটে ঠিক ভ্রূণের মতো
যেমনটি ছিলে মায়ের পেটে ।