বৈশাখে জন্ম তোমার নাম রাখে বৈশাখী
জ্যৈষ্ঠে জন্মালে তবে নামকরণ জ্যেষ্ঠা কি !
আষাঢ়ের জাত মেয়ে আষাঢ়ী হয় না জানি
শ্রাবণে জন্মেছিলে বাবামায়ের নাম শ্রাবণী ।
পূর্ণিমা নামকরণ জন্ম ভরা এক জোছনায়
অমাবস্যায় জাতদের নাম শুনেছ কি তায়
চৈতালি নাম রাখে জন্মালে চৈত্রে নিশ্চয়
পৌষ মাসে জাতিকার নাম পৌষালী হয় ।
ফাল্গুনে জন্ম ছেলে মেয়ের উভয়ের নাম
ভাদ্র আশ্বিনের জাতিকার সহজ নয় কাম ।