স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স
নামটা ছিল পোশাকী
আসল নামটা বললে আমি
জানতে চাইব চেন কি !
কিন্তু যদি আমি বলি
মার্ক টোয়েন নাম
সবাই চেনে সবাই জানে
চেনে তাঁহার ধাম ।
চপলবুদ্ধি তীক্ষ্মবুদ্ধি
সদা ছিল মগজে
প্রকাশ পেত কথায় লেখায়
লিখে লিখে কাগজে ।
টম সয়্যার এবং ছিল
হাকলবেরি ফিন
আমেরিকার সাহিত্যটি
হবে অনেক ক্ষীণ ।
হ্যালির ধূমকেতুর পরেই ছিল
তাঁহার আবির্ভাব
অবাককাণ্ড পরের হ্যালি
তাঁহার তিরোভাব ।