মানো কিংবা নাই মানো
জামাল ভড়
ভূত পেত্নী দত্যি দানো
মানো কিংবা নাই মানো
টিঁকে আছে সমাজ মাঝে
এই যুগে তাই অন্য সাজে ।
সাঁঝের বেলা একলা চলা
তিনটি ভূতে পাঁজাকোলা
নিয়ে যাবে পোড়ো বাড়ি
মেয়ের ওপর তাদের আড়ি
রক্ত চক্ষুর উদ্ভাসে
নেত্য তাদের উল্লাসে ।
কোপ যত ঐ নারীর উপর
কোথায় ঘোরে রাখে খবর
মওকা পেলে দূর নিয়ে যায়
রক্ত চুষে ঘাড় মটকায় ।