মাকড়সা থেকে সতর্ক থাকাই শ্রেয়
এরা সূক্ষ্ম লূতাতন্তু দিয়ে অদৃশ্য জাল বিছিয়ে
মানুষকে ফাঁদে ফেলার চেষ্টায় নিয়ত ছক করে
একবার জালে পড়লেই আর নিষ্কৃতি নেই
সর্বস্ব লুণ্ঠন করে হাড়মাঁস পর্যন্ত শেষ করে
এদের থেকে সাবধান না থাকলে
দুর্বিপাকের কালোছায়া আষ্টেপৃষ্ঠে ধরে ।
কারো সহজ সরল কথায় অকারণে
বিশ্বাস করে বিপর্যয় ডেকে এনে
ভবিষ্যৎ বিনষ্ট হয় ।
(১৯-১১-২০২৩ , নিজওয়া , ওমান)