সমবেত কণ্ঠে হাঁকে
জয় হনুমান ধ্বনি
আরেক পক্ষ ভয়ে কাঁপে
আশঙ্কার প্রহর গনি'
আরো জোরে কে যে বলে
নারয়ে তাকবির
হাজার কণ্ঠে ভেসে আসে
আল্লাহু নামের তীর ।
দু দলের লোক মারো মারো
যুযুধান দুই পক্ষ
মানব জাতির কলঙ্ক সব
মানুষ মারাই লক্ষ্য ।
ভাত কাপড় আর বাসস্থান
যাচ্ছে যাগ্গে চুলোয়
মানুষ মরে ভূত হয়ে যাক
লুটিয়ে পড়ুক ধুলোয় ।