আমরা দুজনে সেই কবে লুডোখেলা শুরু করেছি
তা এখনো চলছে - একবার এগিয়ে যাই
আবার কেটে দিলে ফিরে যাই ঘরে
ছক্কা চাইলে 'প' বা দুরি
'প' চাইলে অনবরত ছক্কা
খেলা চলছে তো চলছে
কখনো আমি এগোই
আবার কখনো বা সে
কেউ দান করতে শেষ করতে পারছি নে
তবুও চাই এই খেলা চলুক
কাটাকুটির মধ্যেই যে কত আনন্দ !