তসবিহখানা ঝুলিয়ে নিয়ে
যাচ্ছ এখন বাজারে
তোমার মনের ইচ্ছাখানা
দেখুক লোকে হাজারে ।
মুখে ভর্তি থুথু নিয়ে
আপন মনে ফিসফিস
লোকদেখানো ভণ্ডামিটা
কাকে ফাঁকি দিস ।
লোকের জিনিস আনতে দিলে
বড়ই মারো দাঁও
আল্লাহর ভয় অন্তরেতে
একটুও না পাও ।
হজ করেছো উমরাহ দুবার
তবুও কেন ভণ্ড
রোজা নামাজ হজ যাকাত
সবই হবে পণ্ড ।