লেখাপড়া খুব কি সোজা
আমার কাছে পাহাড়সম
প্রতি বিষয় কঠিন বিষম
বুঝে পড়া মস্ত বোঝা ।

মায়ের ভাষা নয়কো সোজা
গোঘ্ন কথার মানে জানো
কঠিন কি না এটা মানো
অর্থ বুঝতে গরু খোঁজা ।

গণিত বুঝি লাগে সোজা
সরল করো যদিও বলে
বাঁকা পথে নেমে চলে
বীজগণিতও মস্ত বোঝা ।

বিজ্ঞান কত খটোমটো
বিষয়ভিত্তিক খুঁটিনাটি
বুঝতে গেলে আমিই মাটি
সবচেয়ে তাই ভজকট ।

ইতিহাস কি খুবই সহজ
সালতারিখ সব মনে রাখা
পড়ার পথে ভীষণ বাঁকা
রাখতে মনে লাগে মগজ ।

ভিনদেশী ঐ ইংরাজিটা
প্রিপোজিশন কোথায় কী
কিচ্ছু সেটার বুঝি নাকি
কজন বোঝে ধরো বাজি ।

ভূগোল গোল না চ্যাপ্টা সোজা
কতশত দেশ রাজধানী
মনে রাখা কঠিন জানি
তাই ভূগোল লাগে বোঝা ।