"ওয়া খলাকনা কুম আজওয়াজা"
"আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়"
পবিত্র কুরআনে পুরুষের উল্লেখ তেইশ
নারীদের উল্লেখও ঠিক তেইশ
গুরুত্ব সমান উভয়ের
পুরুষের ক্রোমোজোম তেইশ জোড়া
নারীর ক্রোমোজোমও ঠিক একই পরিমাণ
তবুও পুরুষশাসিত সমাজ বারবার করে নারীকে সাবধান ;
ভাবে না নিজেদের কথা
জাহান্নামে যদি নারীদের ঠাঁই
পুরুষের অবস্থানও তথায় ।
সতীত্ব , পতিসেবা , গৃহকর্ম যদি হয় পুণ্যের কাজ
কৌমার্য , পত্নীপ্রীতি , সহযোগিতা তেমন পুরুষের
এক অপরের সাথে মিশে যাওয়া
সুখ দুঃখের সমান ভাগীদার
পৃথিবীর আলো ধরণীর বাতাস সমানে করে ভোগ।