কোটি কোটি নারী পুরুষ যাচ্ছে কুম্ভমেলায়
পদপিষ্ট ভিড়ের চাপে জানুয়ারির অবেলায়
নিহত যারা তাদের বাড়ি শোকের ছায়ায় ।
শত শত আহত কাতরায় নিদারুণ যন্ত্রণায়
সরকারি কর্মকর্তার অবজ্ঞা ও অবহেলায়
রাজ্যের শাসক বলে তাদের নেই কোন দায় ।
পুণ্য পেতে বৃদ্ধকালে সবাই চলে কুম্ভমেলায়
বারো বছর পরে পরে ভিড়ের ঠ্যালা যে মেলায়
একটি ছাড়া অন্য জাতির মেলায় যাওয়া দায় ।
তবুও তারা বাধা ঠেলে সদলবলে মেলায় যায়
আত্মনিয়োগ করে তারা আহতদের যত্ন সেবায়
আপৎকালে ভাইয়ের পাশে তারাই আগে দাঁড়ায় ।
মসজিদের সব দরজা খুলে তাদের যত্নে শোয়ায়
ইমাম বলেন সওয়াব পাবে বিপদকালে যারা যায়
ভাইয়ে ভাইয়ের পাশে থাকা মহৎ সেবা মানবতায় ।