ক্ষমতা মদ মাংস ও নারী সম্ভোগের মতো
একবার এর স্বাদ পেলেই আর ছাড়তে চায় না
ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যায়
ক্ষমতার আস্বাদ একবার উপভোগ করলে
ডেনড্রাইটের নেশার চেয়েও ভয়ঙ্কর
গরলের বিষও এমন প্রভাব ফেলে না ,
শীর্ষে উঠলে তো মদৈশ্বর্যের অহংকারে উন্মাদ ।
অনুগ্রহ প্রাপ্তির প্রত্যাশায় সবাই হয় উমেদার
তাঁবেদার চাটুকারদের দল লোভী কুকুরের মতো
পিছু পিছু ঘোরে ; সামান্য কিছু পেলে হয়ে যায় বশম্বদ ,
বেশি পেলে আঙ্গুল ফুলে কলাগাছ ।
প্রতিপক্ষ , সমালোচক , ঋতবাদী
তখন দেশদ্রোহী , রাজাকার , স্বৈরাচার
ক্ষমতার দম্ভে অনাগত ভবিষ্যৎ নিয়ে ভাবে না
অসূয়া ও মাৎসর্য তাকে করে রাখে আচ্ছন্ন ।