কখন যে পায়ে পায়ে এতদূর হেঁটে এসেছি
বিদ্যাধরীর এই বাঁকে এই হাড়োয়ায়
ঘড়ির হিসেব নেই তবু ঘণ্টাখানেক হবে
একটা গাব গাছের ছায়ায় বসে আছি
পাখির কলকাকলি আর বাঁকে নদীর জলের শব্দে
পেতেছি কান ; প্রায় চল্লিশ বছর আগে এখানে
ছিল আমার নিত্য আনো গোনা
মাঝে মাঝে দেখা হতো , কত কথা
সুখদুঃখের কথকতা শুনেছি বলেছি দুজনে
কখনো ঘাট পেরিয়ে বেড়ো বাঁশতলা
বা আরো দূরে চলে গেছি  ।
আজ সেসব ইতিহাসের ছেঁড়া পাতা
বিবর্ণ হয়ে যাওয়া ধুসর স্মৃতি
ঘাটে ভেড়া লঞ্চের তীক্ষ্ম বাঁশি
এক সময়ে সময় মনে করিয়ে দিত
এখন বিদ্যাধরী একটা খাঁড়ি
বিচালিভরা বড় নৌকাও ভিড়তে পারে না
কালের স্রোতে সব গেছে ভেসে ।