কবিরা যা লেখেন তা তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি
নিজের চিন্তাভাবনার প্রতিফলন
কথাগুলো যদি কাউকে ছুঁয়ে যায়
সে ভাবে তাকে উদ্দেশ্য করেই লেখা
তখন ঢেউ তুলে হৈহল্লা হয় শুরু
পাঠকের প্রতিবাদে কবিতা আদালত পর্যন্ত গড়ায়
অথচ কবিতা তো প্রকৃতি ও সমাজের প্রতিচ্ছবি
তবে এ ওর দিকে ল্যাং মারুক -- এটা কাম্য নয় ।
বিস্তর কাগজ ও কালি খরচ করে লেখা হয় কবিতা
তাই কবিতা নিয়ে অহেতুক মাথাগরম করে লাভ নেই
তাই শোরগোল না করে কবিতার রসপান করা শ্রেয় ।