লাঠিসোটা গুলি গোলা
কিংবা ধনুক তির
যতই থাকুক হচ্ছ না যে
মস্ত বড় বীর ।
আমার ওসব নেই তো জানি
আছে কথার জাদু
সেসব কথায় লোকে ভোলে
হচ্ছে সবাই হাঁদু ।
প্রতিশ্রুতির মিথ্যা বানে
দেশের লোকে ভোলে
আমার কথায় ওঠে বসে
আমার কথায় চলে ।
এবার ভোটে জিতলে দেবো
খরগোশের দুই শিং
রাঁধার জন্য মাগনা দেবো
কৌটো ভরা হিং ।