খলিফা হজরত উমর ফারুকের শাসনকাল
শাসকের ইতিহাসে শ্রেষ্ঠ নজির চিরকাল
বিসর্জন করিয়া নিজের যা কিছু ভালোমন্দ
সদা খেয়াল করিতেন প্রজার সুখ স্বাচ্ছন্দ্য
সুবিচারের মানদণ্ড তিনি , বেনজির দৃষ্টান্ত
আপন পুত্রকেও অপরাধে শাস্তি হননি ক্ষান্ত
ত্যাজিয়া রাতের নিদ্রা ঘুরিতেন তিনি অলিগলি
হেরিতেন গোপনে প্রজাদের কাটে দিন সকলি ।
একদা রোমের সম্রাটের দূত খলিফার দরবারে
না হেরিয়া জিজ্ঞাসিলেন কোথায় পাইবো তাঁরে
উপস্থিত কেহ বলিলেন কাছাকাছি কোন স্থানে
পাইলেও পাইতে পারেন খলিফাকে সেইখানে ।
শুনিয়া একথা রাজদূত গিয়া দেখিলেন গাছতলে
ছিন্ন বস্ত্রে ভিখারি সম কেহ শুইয়া আছে ভূতলে ;
দূত তাকে শুধালেন সে দেখেছে কিনা খলিফাকে
একথা শুনিয়া খলিফা তখন পরিচয় দিলেন তাকে।
চরম বিস্ময়ে বলেন আমার দেশের সম্রাট মহান
কভু করে না একাকী এভাবে প্রান্তর ভূমিতে শয়ান
শত সহস্র সশস্ত্র প্রহরী সর্বদা তাঁহার তত্ত্বাবধানে
ক্ষুদ্র মক্ষিকাও পারে না গলিতে তাঁহার সন্নিধানে ।
অথচ আপনিও দেশের প্রধান -- তফাৎ কত দুজনে
জনগণ তাই বাসিছে ভালো তাহাদের অন্তঃকরণে ।