তোমার করুণা অপরিমেয়
মানুষের ধারণার বাইরে
ইব্রাহিম নবিকে যখন নির্মম নমরুদ
আগুনে করে নিক্ষেপ
তখন তোমারই অপার রহমতে
নবির লোম পর্যন্ত পোড়েনি
হাসতে হাসতে নবি অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন
অত্যাচারী ফেরাউন মুসা নবিকে নীল নদে ডুবিয়ে মারতে চাইলেও
তোমার অমেয় অনুগ্রহে নবি নির্বিঘ্নে পেরিয়ে যায় ।
যে যত বড় নাস্তিক হোক বা চরম বিরোধিতা করুক
বিপাকে পড়লে অন্তরের অন্তঃস্থলে তোমাকে করে স্মরণ
তোমার অস্তিত্ব অস্বীকার করে নূহ নবির পুত্রও পায়নি রেহাই
আবু লাহাবের শাস্তির কথা আমরা জেনেছি কিতাবে ।
মানুষের জ্ঞান যেখানে সীমিত
দৃষ্টিক্ষমতা যেখানে সামান্য
তার বাইরে পারে না কল্পনায় আনতে
বৈভব রোগ শোক দিয়েও তুমি
তোমার বান্দাদের পরীক্ষা নাও
নবিরা সে-পরীক্ষায় অনায়াসে উতরে যান
আইয়ুব নবিকে গ্রাম থেকে উচ্ছেদ করেও
তাঁর ত্বকের চেয়ে সুন্দর কারো ছিল না
সেখানে দুর্বুদ্ধিসম্পন্ন কিছু অহংকারী
মদমত্ত হয়ে অস্বীকার করে
বিপাকেও পড়ে ; তারা ভাঙ্গে কিন্তু মচকায় না
রাষ্ট্রনায়ক কীভাবে প্রাণ বাঁচিয়ে দেশান্তরী হয়
তুমি নিঃস্ব ভিখারীকে বসাও রাজাসনে
ধনীকে নির্ধন , ক্ষমতাসীন শাসকের প্রাণদণ্ড
এসব তোমার ইশারায়
তুমি ধন দিয়ে নাও পরীক্ষা
তুমি রোগ দিয়ে নাও পরীক্ষা
তুমি সন্তান দিয়ে নাও পরীক্ষা
তুমি নিঃসন্তান করে নাও পরীক্ষা
তোমার করুণা বোঝা মানুষের সাধ্য নেই ।