তপ্ত নিদাঘ ক্ষিপ্ত দুপুর জনমানবশূন্য
ক্লান্ত পশু শ্রান্ত পাখি কৃষকের মন ক্ষুণ্ন
বৃক্ষ নিস্তেজ রৌদ্রের তেজ শালিক ধোঁকে
আলপথে ঘাসে ঘাসে জলের গন্ধ শোঁকে
কিচিরমিচির যায় না শোনা কণ্ঠ তাদের ক্ষীণ
বায়স কাঁদে জলের শোকে বাঁচার আশা হীন ।