সব কিছু ভালোর মধ্যে কাঁটা থাকবে
গোলাপফুল সুন্দর , সেখানেও কাঁটা
চিতল খুবই সুস্বাদু মাছ কিন্তু কাঁটায় ভরা
স্বাদে গন্ধে ইলিশ অতুলনীয়
তবু সর্বক্ষণ ভয় থাকে কখন ফোটে কাঁটা
জীবন তো নিরবচ্ছিন্ন সুখের নয়
সেখানে ব্যথাই কাঁটা হয়ে বিদ্ধ করে ।
ক্যাকটাস রোজের তুলনা নেই
তবু বড় বড় কাঁটা সেখানে
আসলে কাঁটা জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ।