অস্তরাগের ছাপ মুছে যেতেই নামে সন্ধ্যা
আকাশের গায়ে শত হাজার ক্রুসবিদ্ধ যিশু
রক্তাক্ত শরীর নিয়ে তাকিয়ে আছে আমিনার
কুঁড়ে ঘরে , ছেঁড়া কাপড়ে ছোট দুর্গার দিকে
এই আঁধারেও চকচকে চোখে তাকিয়ে সন্ধ্যামনি
কামিনী তার সৌরভ ছড়ায় পাড়া প্রতিবেশীদের
তার স্বামী থাকে বিদেশে , বছরান্তেও ফেরার নাম নেই ;
অবিশ্বাস তাকে যতই করুক লোকে
মোরগ ডাকার কিছু পরে কবি পুবাকাশে উঁকি
মারার সাথে সাথেই সে উঠে পড়ে
পুকুরে ডুব দিয়ে রামায়ন পড়ে নিয়মিত
মা দুর্গা তার পাপ লিখবে না । কাঁচা লঙ্কা পেঁয়াজ
কামড়ে পেট ভরে আমানি সহ পান্তাটুকু সাবাড় করে উঠোন ঝাঁট দিয়ে গোবরজলের প্রলেপ দেয় ।