পাপ কমাতে কেউ বা করে গঙ্গাস্নান
ইচ্ছা করেই পাপটা করে কেউবা
পীর সাহেবের মাজার যান ।
এতই যখন পাপের ভয় কেন কর বারবার
অন্তরেতে যখন ভয় , কেন করে পাপ আবার ।
গঙ্গা মাতা কত ধোবে নদীর জল কলুষিত
পাপী লোকের ভিড়ে দরগা কেমন দেখো মুখরিত ।
পাপের ভয়ে তওবা করা পুনরায় তা না করা
পাপের চিন্তায় বিভোর তুমি পাপে তোমার মনটা ভরা ! পাপ করবে কাফফারা দেবে
তাহলে তো পাপ থামবে না ।