ধরতে পারি রাখতে পারি
অনেক টাকার বাজি
দেশটা চলছে গলার জোরে
শুধুই তোলাবাজি ।
টোল বসিয়ে তোলা তোলে
বৃক্ষরাজি সাফ
ব্যাঙের মতো লাফিয়ে চলে
এগোয় কয়েক ধাপ ।
ডি জে বাজি , শব্দবাজি
কানের বেহাল দশা
ডেঙ্গু ছড়ায় চারিদিকে
আনায়খানায় মশা ।
খুনখারাবি রাহাজানি
সন্ত্রাসের আঁতুরঘর
পরবাসে আছি যেন
স্বদেশ হলো পর ।
নেতায় নেতায় চাটাচাটি
লড়ছে জনগণ
কখন কী হয় এই ভয়েতে
মানুষ সর্বক্ষণ ।
কাজ জোটে না বন্দি ঘরে
কেবল জুলুমবাজি
প্রতিশ্রুতি জুমলা ছিল
সেরেফ ধোঁকাবাজি ।