আমরা এখন কেবল দেশের প্রগতি নিয়ে কথা বলি
অথচ একে অপরের বিপদে কেউ পাশে দাঁড়াই না
ডাকলেও দিই না সাড়া , কাজের অজুহাতে প্রস্থান
উত্তর থেকে পশ্চিম সেই একই চিত্র ভেসে ওঠে ।
এত দ্রুত পাল্টে গেল দেশের আবহাওয়া
এখন কেহ আর অমায়িক ব্যবহার করে না
সবাই শশব্যস্ত ; যে যার কাজ নিয়ে ব্যস্ততা দেখায়
ভালোবাসার ডাকেও কেউ সাড়া দেয় না ।
এই এক দেড় দশকে অবস্থার আমূল রদবদল
চারিদিকে নিষ্ঠুরতা ওৎ পেতে আছে হায়েনার মতো
যারা নবীন তাদের বলি তোমাদের পূর্বপুরুষ এমন ছিল না ;
বৈঠকখানায় বা দহলিজে চাটাই পেতে
সন্ধেবেলায় আসর জমিয়ে মৌজ করে হুক্কা খেত ।
অথচ একদল বলছে দেশ এখন অনেক এগিয়ে ।
ফুলের কুঁড়ি জলের অভাবে শুকিয়ে যায়
গোলাপের পাপড়ি ছিঁড়ে খায় হনুমানের দল
এদেশ ছিল শস্য শ্যামলা , এখন রুক্ষ মরুভূমি ।