ও মা এ কী ভয়াবহ কাণ্ড
যুদ্ধ বাধায় অমানুষ পাষণ্ড
রাতদিন ছোড়ে ক্ষেপণাস্ত্র
বোঝে না সে মানব শাস্ত্র ।
দেশের পরে দেশে হানা
শোনে না সে কারো মানা
যুদ্ধ করে কিসের জন্য
দেশটা কেন হলো জঘন্য ।
মানুষ মেরে তাদের সুখ
এতটুকু হয় না যে দুখ
নিজের দেশেও মূল্যবৃদ্ধি
তাতেই তারা চায় সমৃদ্ধি ।
যুদ্ধে যুদ্ধে কী সর্বনাশ
নিজেই ডাকে নিজের বিনাশ ।