বানর কলা খায়
তাঁকে লোভ দেখাতে হয় না
জানোয়ার বা মানুষ স্বভাব বদলাতে পারে না
দুধ কলা দিয়ে সাপ পুষলে
একদিন সে মাথা তুলে ফোঁস করবে ।
দুষ্টের দমন প্রথম রাতেই না করলে সমূহ বিপদ
মিথ্যাবাদীর প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে নেই
নিয়ন্ত্রনের নিগড় ধরে না রাখলে
চেয়ারে বসলেন সে নামতেই চায় না ;
নামাতে গেলে যৌথ শক্তির প্রয়োজন ।
(ওশ , কিরগিজস্তান , ৮-৬-২৪)